শিরোনামঃ

২৪ অক্টোবরের পরে কেউ কেয়ামত সৃষ্টি করতে চাইলে জনগন প্রতিহত করবে: প্রধানমন্ত্রী

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৪ অক্টোবরের পরে কেউ কেয়ামত সৃষ্টি করতে চাইলে জনগন প্রতিহত করবে।  আগামী দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত বর্তমান সংসদ চলতে পারে বলে  মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ২৪ অক্টোবর সংসদের মেয়াদ শেষ, এ কথা সংবিধানের কোথাও নেই।

Picture25

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, “উনি (খালেদা জিয়া) বলছেন, ২৪ তারিখের পরে নাকি কিয়ামত বইয়ে দেবেন। উনি যদি কিয়ামত বইয়ে দিতে চান, তাহলে জনগণের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে যা যা করা দরকার, সবই করবে।”

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেন, “২৪ অক্টোবর সংসদের মেয়াদ শেষ হচ্ছে, এ কথা সংবিধানের কোথাও নেই। তবে ৬০ দিনের মধ্যে সংসদ বসার বিধান রয়েছে। এই বিধানও আবার নির্বাচনকালীন সময়ে শিথিল করা হয়েছে। কাজেই ২৪ অক্টোবর সংসদের মেয়াদ শেষ হবে কথাটা সঠিক নয়।”

বৈঠকে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানাতে দলের নেতাদের নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 210 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen