শিরোনামঃ

হরতালের দ্বিতীয় দিনে সারাদেশে ৫জন নিহত

সিএইচটি টুডে ডট কম ডেস্ক।

নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।  দ্বিতীয় দিনেও আরো পাচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।  চট্টগ্রামের সাতকানিয়ায় পিকেটারদের হামলায় নিহত হয়েছেন এক ট্রাক চালক;  জামালপুরের ইসলামপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে মারা গেছেন এক এক আওয়ামী লীগ কর্মী; চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন এক ছাত্রদল কর্মী; আর টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মারা গেছেন এক যুবদল নেতা।

চট্টগ্রামে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় হরতাল সমর্থকদের ধাওয়ায় মো. ওয়াসিম (২৭) নামে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মো. ওয়াসিম ঝাঁওতলা এলাকার আবুল কাশেমের ছেলে।Hortel

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় ওয়াসিম ট্রাক নিয়ে গেলে হরতাল সমর্থকরা ট্রাকটিকে ধাওয়া দেয়। এতে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পাশের খাদে ট্রাক উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চাঁদপুরে  হরতালের দ্বিতীয় দিনে শহরের পুরানবাজারে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিতে আরজু (১৮) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন।  সোমবার সকাল পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জামালপুরে হরতালের দ্বিতীয় দিনে জামালপুরের ইসলামপুরে রামভদ্রা বাজারে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে শাহাদাত (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।  সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসলামপুরে বিএনপিকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। অন্যদিকে আওয়ামী লীগ ও একই এলাকা থেকে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার বটতলা এলাকার রামভদ্রা বাজারে মুখোমুখি হয়। এসময় আওয়ামী লীগ ও বিএনপি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি কর্মীদের দায়ের আঘাতে ঘটনাস্থলে আওয়ামী লীগ কর্মী শাহাদত মারা যান।

টাঙ্গাইলে  জেলার মির্জাপুরে হরতালে পিকেটিংয়ের সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল আলীম (২৮) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। তিনি মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক।

এছাড়া দ্বিতীয় দিনের হরতাল চলাকালে লালমনিরহাটে ট্রেন লাইন উপড়ে ফেলে পিকেটাররা। এতে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এছাড়া সাভার, রাজশাহী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 194 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen