শিরোনামঃ

সমঝোতা হলে নির্বাচন পেছানো সম্ভব

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজ তারানকোর ব্যস্ত সময় পারছেন ঢাকায়।  সফরের তৃতীয় দিনেও রাজনৈতিক সংকট সমাধানের ইঙ্গিত মেলেনি। তিনি নির্বাচন পেছানোর কথা বললেও সরকার ও নির্বাচন কমিশন থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।Taranco
জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব তারানকো রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার আশা নিয়ে ঢাকা এসেছেন গত শুক্রবার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পার্টির চেয়ারম্যান, নাগরিক সমাজ ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আজ ও কাল রাজনৈতিক নেতাদের সঙ্গে আরও বৈঠক করে তিনি নিউইয়র্ক ফিরে যাবেন।

নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছালে তফসিল পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করবে তারা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের তফসিল পরিবর্তনের ক্ষেত্রে আইনগত বাধাগুলোও খতিয়ে দেখছে কমিশন। বিশেষ করে একাধিক প্রার্থী না থাকায় ইতিমধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ অবস্থায় তফসিল পরিবর্তন হলে আইনি জটিলতায় পড়বে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন মনে করে, দলগুলোর মধ্যে সমঝোতা হবে, এমনটা ধরে নিয়ে তফসিল পেছানো হলে কোনো লাভ হবে না। প্রধান দুটি রাজনৈতিক দলের সংকট নিরসনে দৃশ্যমান অগ্রগতি হলেই কেবল বর্তমান পরিস্থিতিতে তফসিল পেছানো সম্ভব। তা না হলে আইনের ব্যত্যয় ঘটিয়ে স্বপ্রণোদিত উদ্যোগ নিলে কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে পারে।

অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি ও নাগরিক সমাজের প্রতিনিধিদল বলেছে, সব দল নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সংবিধান অনুযায়ী নির্বাচনের তফসিল পেছানো যায়।

জাতীয় পার্টি মনে করে, সব দল নিয়ে নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না এবং বর্তমানে যে সহিংসতা চলছে, তা থামবে না। আর নাগরিক সমাজ ‘একতরফা নির্বাচনের ট্রেন’ থামানোর কথা বলেছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 195 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen