শিরোনামঃ

সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে আইনের শাসন নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন এবং আইনের শাসন নিশ্চিত করা হয়েছে। কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসতে চায় তার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এই ব্যবস্থাও আমরা করে দিয়েছি।Picture5

প্রধানমন্ত্রী আরো বলেছেন, “জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে সে পথ আমরা বন্ধ করে দিয়েছি। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংবিধান সংশোধন করা হয়েছে।” তিনি বলেন, “ভবিষ্যতে জনগণ সময় মতো ভোট দেবে, যাকে খুশি তাকে ভোট দেবে। জনগণ যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে।”

সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন। শেখ হাসিনা বলেন, এই সরকারের সময়ে দেশে পাঁচ হাজার ৮০৩টি নির্বাচন হয়েছে। এসব নির্বাচনের মাধ্যমে ৬৪ হাজার ২৩ জন প্রতিনিধি নির্বাচন হয়েছেন। এর কোনো একটি নির্বাচন নিয়েও কোনো অভিযোগ ওঠেনি। অনেক নির্বাচনে আমরা রুলিং পার্টি হয়েও হেরে গেছি। জনগণ আমাদের ভোট দেয়নি। আমরা মাথা পেতে নিয়েছি।

তিনি বলেন, “পার্লামেন্টে প্রায় ৯০ ভাগ সিট আমাদের। তারপরও আমরা বিরোধীদলকে আহ্বান জানিয়েছি—আসুন আমরা সবাই মিলে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ভিত পরবর্তী প্রজন্মকে দিয়ে যাই।”

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 210 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen