শিরোনামঃ

শিক্ষাসংক্রান্ত ৫ দফা দাবিতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতসহ শিক্ষাসংক্রান্ত ৫ দফার পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্্রন্ট (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। শুক্রবার দুপুরে রাঙামাটি সদরের কুতুকছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারের কাছে দাবিটি জানান, সংগঠনের নেতারা।
দুপুর ১টায় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের করে কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়টির প্রধান গেটের সামনে সমাবেশে মিলিত হয়। পিসিপির জেলা কমিটির সভাপতি কুনেন্টু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি নিকন চাকমা, সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কমিটির সাধারণ সম্পাদক ধর্মসিং চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জেসি চাকমা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, পিসিপির জেলা কমিটির সাবেক সভাপতি রিপন আলো চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে জাতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দিতে হবে। পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করতে হবে। জাতিসত্তার বীরত্বব্যঞ্জক কাহিনী ও সঠিক সংগ্রামী রাজনৈতিক ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশের সব জাতিসত্তার সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক রচনা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করতে হবে।
পার্বত্য চট্টগ্রামে নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান বক্তারা। তারা বলেন, পূর্ণ স্বায়ত্বশাসনই কেবল পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সামধানের উপায়। সরকার পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ওপর নানাভাবে অন্যায়, অবিচার, নির্যাতন ও দমনপীড়ন চালাচ্ছে। চলছে জুম্ম নারী ধর্ষণ ও নির্যাতন। এছাড়া শিক্ষার নামে, উন্নয়নের নামে ভূমি বেদখল করে পাহাড়ি উচ্ছেদের নীলনকশা বাস্তবায়ন করে চলেছে সরকার। পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে বাণিজ্যসহ শিক্ষার দুর্নীতি বন্ধ করতে হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 194 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen