শিরোনামঃ

রাবিপ্রবি ভিসির অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে ‘অযোগ্য’ ও ‘দুর্নীতিবাজ’ দাবি করে তার অপসারণ দাবি করেছে রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ। একই সাথে আগামী ১৫ জানুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার পর তাকে একই পদে পুনর্বহাল করা হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাঙামাটি জেলায় লাগাতার হরতাল কর্মসূচীর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার সকালে রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল-মামুন, জাহাঙ্গীর কামাল, কাজী জালোয়া প্রমুখ।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিশ্ববিদ্যালয়ে একচেটিয়াভাবে তার আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়ে চলেছেন। বিগত চার বছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভুমিস্বত্ত বুঝে পাওয়ার পরেও উক্ত স্থানে কাজই শুরু করতে পারেননি। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নামে নাম ফলক দেয়ার পর রাতের আধারে সেই নামফলক উপড়ে ফেলে দুর্বৃত্তরা। কিন্তু এই ঘটনার পর থানায় কোনো প্রকার জিডিও করেননি। এসব ঘটনায় বোঝা যায় তিনি সরকারের নয় অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করে চলছে।

সংবাদ সম্মেলন থেকে কর্মসুচী ঘোষণা করা হয়, এর মধ্যে রয়েছে ১০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, ১৬ জানুয়ারী হতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী, ২৬ জানুয়ারী মানববন্ধন, ১৬ জানুয়ারী হতে ২৬ জানুয়ারী সুধী জনদের সাথে মতবিনিময়। এরপরও যদি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে পুনরায় ভিসি নিয়োগ করা হয় তাহলে ১ ফেব্রুয়ারী হতে রাঙামাটিতে হরতালসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সাংবাদিক সম্মেলনের পর ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমার অপসারণের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 295 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen