শিরোনামঃ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্যঞ্চলে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ও আর্থ সামাজিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন RHDC Monthly Meeting Pic-18-02-14-01রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, সভায় গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনাগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে এ অঞ্চলের বসবাসরত মানুষের নানামুখী উন্নয়ন-অগ্রগতি বাড়াতে হবে। 

আজ মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ আহ্বান জানান।
পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ, সদস্য অংসুই প্র“ চৌধুরী, অভিলাষ তংচঙ্গ্যা, নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবদুল মনসুর চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান আরো বলেন, জেলার সাধারণ মানুষের কথা চিন্তা করে জেলা পরিষদ একটি মিনি গ্রন্থাগার করার উদ্যোগ গ্রহণ নিয়েছে। এ বিষয়ে তিনি জেলা গনগ্রস্থারের সহকারী রাইব্রেরীয়ান কর্মকর্তাকে সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বলেন, হাসপাতালের পরিবেশ পরিস্কার পরিছন্নতার পাশাপাশি রোগীদের সেবা যেন ঠিক মতো প্রদান করা হয়। এ বিষয়ে পরিষদের সর্বাত্বক সহযেগিতা থাকবে বলে জানান।
এছাড়াও সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম, সমস্যা ও মতামত উপস্থাপন করেন এবং চেয়ারম্যান ও সদস্যগন উপস্থাপিত সমস্যা ও মতামত গুলো গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 251 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen