শিরোনামঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে

রাঙামাটি জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি প্রদান

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জিয়া অরফারেনজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি সারাদেশের ন্যায় রাঙামাটিতেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটি জেলা বিএনপি।

আজ রোববার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার থেকে শুরু হওয়া তিন দিনের শান্তিপূর্ণ কর্মসূচির দ্বিতীয় দিনে স্মারকলিপি দিল বিএনপি।

স্বারকলিপি প্রদানকালে কেন্দ্রীয় বিএনপির নেতা এডভোকেট দীপেন দেওয়ান, অবসরপ্রাপ্ত কর্ণেল (অব) মণীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মানজারুল মান্নান স্বারকলিপিটি গ্রহন করেন।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন, সম্পুর্ণ রাজনৈতিক উদ্দ্যেশে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এটি একটি প্রতিহিংসামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি জেলা শাখা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর সকল প্রকার হয়রানী বন্ধ, হেনস্থার অবসান ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এদিকে কর্মসূচী ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক কার্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গ: গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 265 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen