শিরোনামঃ

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী ফলাফল

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শুক্রবার উৎসবমুখর পরিবেশে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।Dsa Pic -2 নির্বাচনে ভোট দেন মোট ৮৯ ভোটার। ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সাইফ উদ্দিন আহমদ।
চার বছর(২০১৪-২০১৮) মেয়াদে অনুষ্ঠিত নির্বাচনে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত পুরুষ সদস্য পদে মোঃ সাহাব উদ্দিন আজাদ ও সুদর্শন বড়–য়া। সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হন মনোয়ারা জসীম ও বীনা প্রভা চাকমা।
অন্য ১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৬ প্রার্থী। সে সব পদের মধ্যে সহ-সভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছে প্রীতম রায় (৫০ ভোট), সুনীল কান্তি দে (৪৫ ভোট) ও মোঃ শফিকুল ইসলাম মুন্না (৫০ ভোট)।
৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন বরুন বিকাশ দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ শফিউল আজম পেয়েছে ৩১ ভোট।
৫৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাদাৎ মোঃ সায়েম। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ নাসির উদ্দিন সোহেল পেয়েছেন ২২ ভোট। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখর সেন (৫০ ভোট) ও কিংশুক চাকমা (৫১ ভোট)। ৫৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মনিরুল আলম।
১২ টি সদস্য পদে মোঃ সফিকুল ইসলাম ( টেলিভিশনে প্রতীকে ৬৭ ভোট), রনেন চাকমা (মোরগ প্রতীকে ৬৬ ভোট) মোঃ মামুন মিন্টু (কাপ-পিরিচ প্রতীকে ৬২ ভোট) , জয়জীৎ খীসা নতুন ( বাই-সাইকেল প্রতীকে ৫৬ ভোট). টনক চাকমা ( ঘোড়া প্রতীকে ৫৩ ভোট), ফজলুল করিম ফজল ( চশমা প্রতীকে ৫০ ভোট), মোঃ শাহআলম (টেবিল প্রতীকে ৫০ ভোট ) মোঃ আব্দুল শুক্কুর (বাস প্রতীকে ৪৮), মোঃ আব্দুল করিম লালু ( রেডিও প্রতীকে ৪৮ ভোট), মনোজ কুমার ত্রিপুরা (উড়ো জাহাজ প্রতীকে ৪৮ ভোট) মোঃ বাদশা আলমগীর (মই প্রতীকে ৪৬ ভোট) এবং রমযান আলী ( সিংহ প্রতীকে ৪৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 408 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen