শিরোনামঃ

রাঙামাটিতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শরু

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার Krishi Mela19-03-14-01লক্ষ্যে অঙ্গীকারবদ্ব। এ অঙ্গীকার বাস্তবায়ন তথা খাদ্যে-পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার লক্ষ্যকে সামনে নিয়ে কৃষকদের জন্য নানাবিধ কল্যাণমূখী পদক্ষেপ গ্রহণ করেছে। ভর্তুকিমূল্যে সার বিতরণ, সুলভমূল্যে মানসম্পন্ন ও উচ্চ ফলনশীল বীজ সহজলভ্যকরণ, কৃষি উপকরণ সহায়তা প্রদান, সেচ কাজে ব্যাবহৃত জ্বালানীতে নগদ সহায়তা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য।
বুধবার রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ও পূর্বঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর সহযোগিতায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী কৃষি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নরেশ চন্দ্র বারই এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শষ্য উৎপাদন কৃষিবিদ রমনী কান্ত চাকমা, বিশেষ অতিথি হিসেবে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা কৃষি কমিটির আহ্বায়ক ও পরিষদ সদস্য বৃষকেতু চাকমা, পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক সারোয়ারী মেহেদী মোবারক, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক কাজল তালুকদার, কাউখালী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতী ভুষণ দাশ, রাজস্থলী উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক প্রমূখ।
চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকারের জাতীয় কৃষিনীতি ২০১৩ এর সফল বাস্তবায়ন সার্বিক কৃষি উন্নয়নে যেমন বিপ্লব আনবে তেমনি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে প্রত্যক্ষ আবদান রাখবে। তিনি বলেন, নতুন প্রণীত জাতীয় কৃষিনীতি কৃষিখাতের পরিকল্পিত উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাইলফলক হিসেবে অবদান রাখবে।
তিনদিন ব্যাপী কৃষি মেলায় মোট ১৩টি স্টলে নানান ধরনের ফল ফলাদি, মাশরুম, শাক-সবজির প্রদর্শনী হয়।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 212 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen