শিরোনামঃ

রাঙামাটিতে বই বিতরন ও সমাজ সেবা দিবস উদযাপন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে আজ বৃহস্পতিবার সরকার ঘোষিত বিনামুল্য বই বিতরন ও সমাজ সেবা দিবসের র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব অনুষ্ঠানে যোগ দেন। RHDC Picture -02-01-14-04

এসময় তিনি বলেন, উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারের প্রথম সারিতে স্থান পেতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার মান উন্নয়ন করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার রাঙামাটির কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন কালে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ মন্তব্য করেন।
নতুন ক্লাসে উঠে নতুন বই পাওয়া সব সময়ই আনন্দের। নতুন বইয়ের নতুন পাতার ঘ্রাণ, নতুন নতুন গল্প-কবিতা পড়া, বইয়ে মলাট লাগানো ও মলাটের ওপর নকশা করা ইত্যাদি কাজকর্মের মাধ্যমে নতুন বছরের পড়া লেখাকে বরণ করে নিতে রাঙামাটি কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে উৎসাহ নিয়ে উপস্থিত হয়েছিল ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দীন আহমেদ স্কুলের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলমসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদ সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) আলপনা চাকমা, জেলা সমবায় কর্মকর্তা মঙ্গঁল কুমার চাকমা, জেলার স্বেচ্ছাসেবী সংগঠন সাস এর কর্মকর্তা সুবাস চন্দ্র ঘঠক, নারী সংগঠক মনোয়ারা জসিম প্রমুখ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 274 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen