শিরোনামঃ

রাঙামাটিতে জেলা ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা আনসার ও ভিডিপি’র উদ্যেগে জেলা কার্যালয়ের প্রশিক্ষণ শিবিরে ২১ দিন মেয়াদী ভিডিপি পুরুষ সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। DSC02675
রাঙামাটি আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক লুৎফর রহমান প্রশিক্ষণ কোর্সটির শুভ উদ্বোধন করেন । এসময়ে তার সাথে ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট এস এম শরিফুল আলম, সদর উপজেলা কর্মকর্তা ও প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আলাউদ্দীন চৌধুরী, কাউখালী উপজেলা প্রশিক্ষক অজিত কুমার চাকমা,প্রশিক্ষক নায়েক সাইফুল ইসলাম ও ল্যান্স নায়েক স্ইাফুল ইসলাম। আর্থসামাজিক উন্নয়নে ভিডিপি সদস্যদের ভুমিকা এ শীর্ষক বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদানের জন্য আগামী ২১ নভেস্বর বৃক্ষরোপন ও পরিবেশ সংরক্ষণে আনসার ও ভিডিপি’র করণীয় এ বিষয়ের উপর ভিডিপি সদস্যদের কে প্রশিক্ষণ প্রদান করবেন রাঙামাটি জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মনোনীত একজন কৃষি কর্মকর্তা। এ ছাড়া ভিডিপি প্রশিক্ষণার্থীদের পিটি, ড্রিল ,শরীর চর্চা , অস্ত্র পরিচালনা ,রক্ষণাবেক্ষণ , ফায়ারিং অনুশীলন, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, ইভটিজিং প্রতিরোধে গণ সচেতনতা বৃদ্ধি, জঙ্গী বাদ ও সন্ত্রাস নিরোধে আনসার ও ভিডিপি’র ভুমিকা , চোরাচালান প্রতিরোধে আনসার ও ভিডিপির ভুমিকা সহ আর্থসামাজিক উন্নয়ণে আনসার ও ভিডিপি’র ভুমিকা এসকল বিষয়ের উপর ভিডিপি সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে।DSC02677

 

২১ দিন মেয়াদী এ মৌলিক প্রশিক্ষণ কোর্সে রাঙামাটি জেলার সবকটি উপজেলা থেকে সর্বমোট ৬০ জন ভিডিপি’র সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ কোর্সটি আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 256 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen