শিরোনামঃ

রাঙামাটিতে গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।

গ্র্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩এর পরিবর্তে “গ্রামীণ ব্যাংক আইন-২০১৩” জারি করার নামে সরকার গ্রামীন ব্যাংককে রাজনীতিকরণের অপকৌশল করছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি গ্রামীন ব্যাংক কর্মচারী সমিতি। রবিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।
এসময় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি রাঙামাটি জোন প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, এরিয়া প্রতিনিধি মিল্টন চাকমা, কর্মকর্তাদের পক্ষে জোনাল ম্যানেজার এম এ মতিন মজুমদার, অডিট অফিসার মোঃ মজিবর রহমান, এরিয়া ম্যানেজার কবির উদ্দিন আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তফা উপস্থিত ছিলেন। GP1
এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক আইন জারির মাধ্যমে সরকার ৮৪লাখ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে। তারা বলেন, এ আইনের ফলে গ্রামীণ ব্যাংককের কর্মীদের তত্বাবধানে নির্বাচন না হয়ে সরকার কর্তৃক নিযুক্ত নির্বাচন কমিশনার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের তত্বাবধানে পরিচালক নির্বাচন হবে। যখনই গ্রামীণ ব্যাংকের বাহিরের কারো দ্বারা এ নির্বাচন হবে তখনই নির্বাচন প্রক্রিয়ায় রাজনীতি ঢুকে যাবে। ফলে গ্রামীণ ব্যাংকের সুশৃঙ্খল কাঠামো ভেঙ্গে পড়বে। বক্তারা এ আইন দ্রুত বাতিলের দাবী জানান।
ঘন্টাব্যাপী মানববন্ধনে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 252 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen