শিরোনামঃ

বেতবুনিয়া ডাক বাংলো ফুটবল লীগ ফাইনাল খেলায় যমুনা চ্যাম্পিয়ন

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালীর বেতবুনিয়ায় ডাক বাংলো ফুটবল লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ডাক বাংলো স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় যমুনা একাদশ ২-১ গোলে সুরমা একাদশকে পরাজিত করে Kawkhali Footbal news picচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা উপলক্ষে এক পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। ডাক বাংলো ফুটবল লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক মাঈন উদ্দিন খোকনের সভাপতিতে ¡অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন, ডাবাংলো ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব সালাহ উদ্দিন হামিদ। মোঃ সালাউদ্দীন মাহমুদ আরিফ। খেলার মিডিয়া পার্টনার ছায়া কম্পিউটার সেন্টার।
গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ৮টি দল লীগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে বিকাল ৩টায় শুরু হয় ফাইনা খেলা। শুরুতে দু’টি দল আক্রমন পাল্টা আক্রমনের মাধ্যমে দর্শক মাতিয়ে তোলেন। খেলার প্রথমার্ধের বিশ মিনিটে আব্দুল কাদেরের দেয়া গোলে সুরমা একাদশ এগিয়ে যায়। গোল পরিশোধে মরিয়া যমুনা একাদশ প্রাণপন চেষ্টা করেও প্রথমার্ধে গোল পরিশোধে ব্যর্থ হয়। খেলার দ্বিতিয়ার্ধের দশ মিনিটে যমুনা একাদশের ফরওয়াড রিপনের গোলে সমতা ফেরায়। পরবর্তীতে মর্যাদার লড়াইয়ে দু’টি দলই আক্রমনাত্মক হয়ে উঠে। শেষ বাঁশি বাজার দশ মিনিট আগে নাইম গোল করে যমুনা একাদশকে ২-১ গোলে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত মরিয়া হয়ে আর খেলায় সমতা ফেরাতে পারেনি সুরমা একাদশ। খেলায় চ্যাম্পিয়ন দল যমুনা একাদশ পাঁচ হাজার টাকা ও রানাসঅপ দল সুরমা একাদশকে পঁচিশ শত টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন সুরমা একাদশের গোলকিপার মোজাম্মেল হোসেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 272 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen