শিরোনামঃ

বিরোধীদলীয়নেত্রীর বাসভবনে পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার: রিজভী

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন , বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সনের গুলশান বাসভবনে সরকার পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে। তাকে নেতা কর্মী ও জনগনকে থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। সরকার যদি এসব হয়রানি বন্ধ না করে তাহলে এর ফলও শুভ হবে না বলে হুশিয়ারী উচ্ছারন করেন।Rizbe bnp

রোববার বিকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক প্রেসব্রিফিং তিনি এসব কথা বলেন।

রহুল কবির রিজভী আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তার নামে যে অবস্থা সৃষ্টি হয়েছে তা কুমিরের কান্নার মতো। এখন প্রশ্ন জাগে, এই নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দির পাঁয়তারা করছে কি না। দেশের জনগণ তা জানতে চায়।”

তিনি আরো বলেন, আওয়ামী লীগ  নীলনকশার নির্বাচন করতে মনোনয়নপত্র বিরতণ শুরু করছে বলে দাবি করেছেন । ‘জনগণ এই প্রহসনের নির্বাচন মানবে না’ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, “সরকার গণঅভ্যুত্থান আতঙ্কে ভুগছে। সে অভ্যুত্থান ঠেকাতেই বিরোধী দলের শীর্ষ নেতাদের আটক করেছে।”
হরতাল প্রসঙ্গে রিজভী বলেন, “সারা দেশের মানুষ আজ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেতে রাজপথে নেমে এসে হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফলতায় পরিণত করেছে।”

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 198 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen