শিরোনামঃ

বিদায় মানজারুল মান্নান, স্বাগত মামুনুর রশীদ

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দায়িত্ব পালনের দেড় বছরের মাথায় রাঙামাটির নানা ঘটনার স্বাক্ষী হয়ে আজ দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের পদ থেকে বিদায় নিয়ে নতুন কর্মস্থলের উদ্দ্যেশে রাঙামাটি ত্যাগ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে আজই দায়িত্ব বুঝে নিয়েছেন একেএম মামনুর রশীদ। দায়িত্ব বুঝে নেয়ার সময় জেলা প্রশাসনের কর্মচারীদের মধ্যে আবেঘময় পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী জেলা প্রশাসক মানজারুল মান্নান ২০১৬ সনের ১৮ সেপ্টেম্বর রাঙামাটি জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। এর কয়েকদিন পর রাঙামাটি মহিলা কলেজ রোডে ভবন ধব্বসে ৫জন মারা যায়। এরপর মোটর সাইকেল হত্যাকান্ড, লংগদুতে পাহাড়ীদের ঘর বাড়ীতে আগুন দেয়া, পাহাড় ধব্বসে ১১০ জনের মর্মান্তিক মৃত্যুসহ নানা ধরনের ঘটনা ঘটে। জেলা প্রশাসক হিসেবে তিনি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ যখন যাকে দরকার তাকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। তার সাথে সব মহলেরই সুর্স্পক গড়ে উঠেছিল। তিনি নানা দুর্যোগের মধ্যেও পরিস্থিতি মোকাবেলা করেছেন।

আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মানজারুল মান্নান নতুন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। যাওয়ার সময় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ উপস্থিত সকলের কাছে বিদায় নেন, এসময় এক আবেঘন পরিবেশ সৃষ্টি হয়। জেলা প্রশাসক অনেকটা আবেঘ তাড়িত হয়ে পড়েন।

এদিকে একই সাথে নতুন জেলা প্রশাসককে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা।

জেলা প্রশাসকের বিদায় ও বরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস
এম শফি কামাল,অতিরিক্ত জেলা প্রশাসক ড.প্রকাশ কান্তি চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট
মো.নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিরা ও বিভিন্ন দপ্তর প্রধানসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।

সবার প্রত্যাশা সাবেক জেলা প্রশাসক মোস্তফা কামাল, সামশুল আরেফীন ও বিদায়ী জেলা প্রশাসক মানজারুল মান্নানের মত জনবান্ধব হিসেবে নতুন জেলা প্রশাসক কাজ করবেন।

নবাগত জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদকে রাঙামাটিতে সু-স্বাগতম।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 382 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen