শিরোনামঃ

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে প্রধানমন্ত্রী

সিএইচটি টু ডট কম ডেস্ক। বিএনপি ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মানুষ পুড়িয়ে মারছে। যারা মানুষ পুড়িয়ে মারে, তাঁদের কোনো মানবিকতা নেই। তিনি আরো বলেন,নমনীয় যতটুকু হওয়ার দরকার ততটুকু আমরা হয়েছি। আসলে তিনি (বেগম খালেদা জিয়া) নির্বাচন চান না।Picture25
শনিবার দুপুরে রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, “তিনি (বেগম জিয়া) আমার বিরুদ্ধে এক ডজন মামলা দিলেন। একদিকে মামলা দিলেন অন্যদিকে যেদিন আমি শোকে কাতর সেদিন তিনি ফুর্তি করেন। এতকিছুর পরেও আমি তাকে বার বার ফোন দিয়েছি। কথা বলতে চেয়েছি। আমি তাকে দাওয়াত দিয়েছি। বলেছি আসুন আলোচনা করি। আমি বললাম, হরতাল দিয়েন না। কারণ ওই দিন জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। তিনি বললেন হরতাল দেবেনই। কেক তিনি কাটবেই। তারপরও তিনি হরতাল দিলেন। হরতালে কী হলো, ২০ জন মানুষকে হত্যা করা হলো।”
তিনি বলেন, “একটা ফোন রিসিভ করতে রেডি হতে এত সময় লাগে। যদিও আমি তাকে থ্রিজিতে ফোন করিনি, স্কাইপিতেও কথা বলবো না, যে তার চেহারা আমাকে দেখতে হবে। আমি তাকে ফোন করেছি রেড টেলিফোনে। অবশ্য তিনি স্বীকার করেননি তিনি ঘুমিয়ে ছিলেন। জানি না সারা দিনই মানুষ ঘুমায় নাকি। এর জবাব আমি দিতে পারবো না।”

প্রধানমন্ত্রী বলেন, “যাই হোক, আমার সাড়ে ৬ টায় মিটিং আছে। পরে অনেক বলেকয়ে সন্ধ্যা ৬টায় কথা বলার সময় ঠিক হলো। কিন্তু ৬টা পেরিয়ে গেলেও তার ফোন আর আসে না। তখন আমি আমার এডিসিকে বললাম, ওনার মনে হয় এতটুকু ভদ্রতার জ্ঞান বোধহয় নেই। আমাকে যে ফোন দেয় আমি ধরতে না পারলেও আমি পরে তাকে ফোন করি। আমি বললাম, তুমি আবার ফোন করো। তারপরে ফোন করার পরে যে বাচনিক আমাকে শুনতে হলো, যেভাবে কথা তিনি বলতে শুরু করলেন, যেভাবে তিনি ঝগড়া করতে শুরু করলেন সেভাবে কথা বলা প্রবিদ্ধি আমার হয়নি। তিনি যেভাবে কথা বলতেছিলেন তা আমার দলের নেতারা শুনতে পেলেন। লাউড স্পিকার দেয়ায় প্রয়োজন হলো না। তার গলা ফোন ভেদ করে আমাদের নেতাদের কানেও পৌঁছাচ্ছিলো।”
শেখ হাসিনা বলেন, “আমার পিতা-মাতা-ভাইদের যারা হত্যা করেছে, তাদের তিনি মদদ দেন। সংসদে আমার ৯০ ভাগ সিট থাকা সত্ত্বেও আমি নিজে তাকে ফোন করলাম রেড টেলিফোন। কিন্তু তাকে পেলাম না। পরে আমার এডিসিকে ফোন করতে বললাম। তিনি যোগাযোগ করলে তাকে জানানো হলো তিনি নাকি রাত ৯টার আগে ফোন রিসিভ করতে পরেবেন না। তিনি নাকি রাত ৯টার আগে রেডি হতে পারবেন না।”

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 232 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen