শিরোনামঃ

বান্দরবানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিএইচটি টুডে ডট কম,বান্দরবান

শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে বান্দরবান সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার বেলা ১২ টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনের আশপাশের ময়লা আবর্জনা অপসারণ, নালা নর্দমা পরিস্কার রাখা, শ্রেনীকক্ষের পাশে থাকা ডাষ্টবিন অনতিবিলম্বে অপসারণ করার দাবি জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করে। এছাড়াও শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়মিত ক্লাসে যোগদান করে পাঠদানেরও আহবান জানান।

Picture23

স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী মাহমুদা আক্তার এবং দশম শ্রেনীর ছাত্র জাফর বলেন, শ্রেনী কক্ষের পাশে স্থাপন করা ডাষ্টবিনের অসহনীয় দুর্গন্ধের কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারিনা, দীর্ঘদিন অভিযোগ করেও কোন লাভ হয়নি, তাই আজ রাস্তায় নেমেছি, তাছাড়া অনেক টিচার নিয়মিত ক্লাস নেননা।

এদিকে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শফিউর রহমান বলেন, স্কুলের পাশের নালা নর্দমা এবং পৌরসভার স্থাপন করা ডাস্টবিনের দূর্গন্ধের কারনে ক্লাস নেওয়া যাচ্ছেনা। প্রশাসনকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই ছেলেরা আজ মানববন্ধনের আয়োজন করে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 253 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen