শিরোনামঃ

বান্দরবানে প্রতিভাবান বাছাই অনুর্ধ-১৬ খেলোয়ারদের প্রশিক্ষন সমাপ্ত

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে তৃনমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান অনুর্ধ-১৬ টেবিল টেনিস ও ভলিবল খেলোয়াড়দের প্রশিক্ষন শেষ হয়েছে। মঙ্গলবার বিকালে বান্দরবান স্টেডিয়ামে এর সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। bandarban-pic-09-nov-16-1
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়–য়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। এসময় বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ মফিজুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মুজিবর রশিদসহ ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

১০ দিন ব্যাপি এই প্রশিক্ষনে ভলিবল খেলায় ১৮জন এবং টেবিল টেনিস প্রতিযোগীতায় ১৮জন অংশগ্রহন করেন, এদের মধ্যে বাছাইকৃত ৫ ভলিবল খেলোয়াড় এবং ২ টেবিল টেনিস খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষনের জন্য বিভাগীয় পর্যায়ে নেয়া হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 162 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen