শিরোনামঃ

কাউখালী উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফুটবল খেলা বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম : অংসুইপ্রু চৌধুরী

সালাহউদ্দিন আরিফ, বেতবুনিয়া,কাউখালী (রাঙামাটি)। ফুটবল বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম এ খেলায় পাহাড়ী বাঙালী জনগোষ্ঠীর অংশ গ্রহন করায় সম্প্রীতির প্রতীক হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। খেলায় জয় পরাজয় থাকবে এব্যাপারে কোন বিশৃংখলা না করে উভয় দলকে সুন্দর ও সুষ্ঠ একটি খেলা দর্শকদের উপহার দিতে তিনি আহবান করেন।01

আজ বিকালে কাউাখালী উপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাঙামাটির জেলার পরিষদের সদস্য জনাব অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন । বিকালে বেতুবুনিয়া ডাকবাংলো প্রাইমারি স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। বেতবুনিয়া দিশালী সংঘের আয়োজনে কাউখালী উপজেলা ফুটবল টুর্নামেন্টের ২০১৬ ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য জনাব অংসুইপ্রু চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বেতবুনিয়া ১ নং মডেল ইউনিয়নের চেয়ারম্যান খইচাবাই তালুকদার, সাবেক বেতবুনিয়া ১ নং মডেল ইউনিয়নের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরীসহ এলাকার স্থানীয় নেতা কর্মীরা।

কাউখালী উপজেলা ফুটবল টুর্নামেন্টে খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন স্বাধীন বাংলা ও শ্রমিক একাদশ। শ্রমিক একাদশ স্বাধীন বাংলাতে ৫-৪ গোলে পরাজিত করেন। বিরতির পূর্বে কেউ কাউকে গোল দিতে পারেনি তবে বিরতির ২০ মিনিট পর শ্রমিক একাদশ স্বাধীন বাংলাকে একটি গোল দেয়। খেলার শেষের দিকে শ্রমীক একাদশের গোল রক্ষকের অশোভনিয়তার কারনে রেফারী মতিউর রহমান তাদের পেনালটি অভিযুক্ত করলে স্বাধীন বাংলা পেনালটিতে গোল দেয়। শেষমেষ খেলা গড়ায় ১-১। পরে উভয় দল ৫টি করে পেনালটিতে শ্রমীক একাদশ-৫ ও স্বাধীন বাংলা ৪টি গোল করে। ফলাফলে শ্রমীক একাদশ চ্যম্পিয়ন হয়। এবং

খেলা শেষে রাঙামাটি জেলা পরিষদের সদস্য জনাব অংসুইপ্রু চৌধুরী চ্যম্পিয়নদের নিকট বিজয়ী ট্রফি ও চেক তুলে দেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 401 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen