শিরোনামঃ

বান্দরবান

প্রাথমিক শিক্ষকদের সাব ক্লাষ্টার ট্রেনিং এর নামে তিনটি স্কুলে ছুটি, প্রশিক্ষকের দেখা নেই

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও ছাত্র ছাত্রীদের আধুনিক মানের শিক্ষা পাঠের জন্য বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ে চলে শিক্ষকদের সাব ক্লাষ্টার ট্রেনিং। প্রতি তিনমাস অন্তর প্রাথমিক শিক্ষকদের এই ট্রেনিং দেয়া হয়। কিন্তুু শনিবার(২৪ ফেব্রুয়ারি) সাব ক্লাষ্টার ট্রেনিং থাকার কথা থাকলে ও বান্দরবান সদরের তিনটি প্রাথমিক বিদ্যালয়(বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়,ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়,বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক) বিদ্যালয়ে দেখা যায় ছাত্র-ছাত্রী শুন্য আর শিক্ষকরা বিদ্যালয়ে অলস সময় কাটাচ্ছে।

বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসংনু মারমা জানান,প্রতিবার ক্লাষ্টার ট্রেনিং এর আগে আমাদের জানানো হয় আর আমরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষক ট্রেনিং এ অংশ গ্রহণ করি। গত ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বান্দরবানের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা আমাদের জানান ,২৪ ফেব্রুয়ারি(শনিবার) শিক্ষকদের সাব ক্লাষ্টার ট্রেনিং হবে ,আমরা সেই অনুযায়ী ২২ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার ) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শনিবার বিদ্যালয় বন্ধ থাকার নোটিশ ঘোষনা করি। হঠাৎ ২৩ ফেব্রুয়ারি(শুক্রবার )আমাদের জানানো হয় আমাদের সাব ক্লাষ্টার ট্রেনিং অনুষ্টিত হবে না আর শুক্রবার হওয়াতে ছাত্র-ছাত্রীদের আমরা কিছু জানাতে পারলাম না। বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উসংনু মারমা আরো জানান, বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের প্রায় ৩শত ছাত্র-ছাত্রী পড়ালেখা থেকে বঞ্চিত হল।

বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সোহেল জানান,হঠাৎ করে সিদ্ধান্ত দেয়া হয় ট্রেনিং হবে না আমরা কি করব। আমাদের অনেক অভিভাবক জিজ্ঞাসা করে বিদ্যালয় ছুটি কেন ? আমরা কিছুই বলতে পারছি না।

সুত্রে জানা যায়, সাব ক্লাষ্টার ট্রেনিং এর কারণে বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয়, ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়,বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একহাজার ছাত্র-ছাত্রী এক দিনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে।

এদিকে শিক্ষকদের সাব ক্লাষ্টার ট্রেনিং দেওয়ার জন্য বান্দরবান সদরের তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে প্রশিক্ষক কোথায় গেল তার সংবাদ পাওয়ায় জন্য বান্দরবানের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্র্তা অনুকম্পা চাকমাকে কয়েকবার মুঠেফোনে যোগাযোগ করা হলে ও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা শিক্ষা কর্মকর্র্তা রবীন্দ্রনাথ সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,“ সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্র্তা অনুকম্পা চাকমাসহ প্রাথমিক শিক্ষা কর্র্মকর্র্তারা একটি ট্রেনিং এ রয়েছে । রবীন্দ্রনাথ সাহা আরো জানান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্র্তা অনুকম্পা চাকমা বান্দরবানে নতুন যোগদান করেছে এবং আজকে হঠাৎ করে ট্রেনিংটা হয়নি এটা আপনারা (সাংবাদিকরা) ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । এই ধরনের ঘটনা আর কখনই ঘটবে না ”।

বিদ্যালয়ের অভিভাবকরা অভিযোগ করে জানান,বিদ্যালয় বন্ধ রেখে এই ধরণের সাব ক্লাষ্টার ট্রেনিং এর কোন অর্থই নেই, আর ট্রেনিং এর কথা বলে বিদ্যালয় বন্ধ রাখার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 231 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen