শিরোনামঃ

পার্বত্য মন্ত্রণালয়ে আইএলও’র সভা অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামে চলমান নৃ-তাত্ত্বিক ও উপজাতীয় মানুষের মৌলিক অধিকার, b„9সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক Capacity Building on Indigenous and Tribal Peoples Issues in Bangladesh শীর্ষক প্রকল্পের উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে এর মেয়াদ আরো ৩ মাস বাড়িয়ে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত চলমান রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য দাতা সংস্থা ড্যানিডার সহায়তায় অান্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশে মোট ২ লাখ ৫৪ হাজার ১২৮ মার্কিন ডলারের প্রকল্পটি এ দেশের নৃ- তাত্ত্বিক ও উপজাতীয় মানুষের সার্বিক কল্যাণে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ১ম পর্যায়ের শেষে প্রকল্পটির অগ্রগতি চলমান রাখার স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেনিআশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, ডেনমার্ক দূতাবাসের উপ মিশন প্রধান লেনে ভলকারসেন, সিএইচডিএফ এর প্রকল্প পরিচালক হেনরিক লারসেন, আইএলও’র কনসালটেটিভ লিনা লুসাই সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 257 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen