শিরোনামঃ

বান্দরবানে

পর্যটকবাহী মাইক্রোবাস খাদে নিহত ১ আহত ১৬

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে ১ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আরো ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবানের পর্যটন কেন্দ্র চিম্বুক-নীলগিরি যাওয়ার পথে বান্দরবানের রুমা-থানচি সড়কের শৈলপ্রপাত পর্যটন স্পটের কাছে লাইমীপাড়া এলাকায় পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পাহাড়ের খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই মোহাম্মদ বাদশা (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ীতে থাকা আরো ১৬ জন পর্যটক আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতরা হলেন- নাঈম উদ্দিন, মো: জাবেদ, নূরউদ্দিন, সালামত উল্লাহ, রুবেল হোসেন, জনি, মনজুর। হতাহতরা সকলে চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট রওশনগিরি এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এদিকে দুর্ঘটনার পর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার কয়েকজন’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, পর্যটকবাহী মাইক্রো বাস দূর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে,আরো অনেকে আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন’কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 359 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen