শিরোনামঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিরোধীদলীয় নেত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

সিএইচটি টুডে ডট কম ডেস্ক।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিরোধীদলীয় নেত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বানীতে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেন, “দেশের বর্তমান অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

Picture9

তিনি বলেন, “স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের  কর্তব্য।”
ঈদুল আজহা উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বাণীতে খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
খালেদা দেশের বিত্তবান ও সামর্থবান ব্যক্তিদের, দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।

বিরোধী দলীয় নেতা বলেন, “ঈদের এই আনন্দে কেউ যাতে অভুক্ত  না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এক কাতারে মিলে সবাইকে ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে হবে।”
খালেদা জিয়া বলেন, “ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।
তিনি বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।”

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 205 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen