শিরোনামঃ

ধর্মের নামে যারা নারী শিক্ষার গতিকে বাঁধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে – দীপংকর তালুকদার এমপি

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ধর্মের নামে যারা নারী শিক্ষার গতিকে প্রসারিত করতে বাঁধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে সকলকে দাড়ানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি। তিনি পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে দেশের উন্নয়নের অগ্রগতিকে আরো গতিশীল করতে এবং নারীদের জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করে একটি সুখীসমৃদ্ধ দেশ গড়ারও আহ্বান জানান।--Rangamati Picture 14-11-13-01
বৃহস্পতিবার রাঙ্গামাটিতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী জে এফ আনোয়ার চিনু প্রমূখ।
অনুষ্ঠানে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার ১৪জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 267 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen