শিরোনামঃ

দু’দলের মহাসচিব পর্যায়ে সংলাপের উদ্যোগ নিবেন ব্যবসায়ীরা নেতারা

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয়নেত্রী খালেদা জিয়ার সাথে শনিবার রাতে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন রাজনৈতিক সংকট নিরসনে বিরোধীদলীয় নেত্রী সরকারের সাথে আলাপ আলোচনা করতে রাজি হয়েছেন। প্রধান দুই শীর্ষ দলের মহাসচিব পর্যায়ে বৈঠকের উদ্যোগ তারা নিবেন।

রাত ৯টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন ব্যবসায়ী নেতারা।FBCIC

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন  এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হুসেন, আকরাম হোসেন, একে আজাদ, আনিসুল হক, এম এ কাশেম, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন,  সাবেক এফবিসিআইয়ের প্রাক্তন ১ম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, মো. আলী, জসিম  উদ্দিন, দেওয়ান সুলতান আহমেদ, কামাল উদ্দিন আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সবুর খান, বিজিএমইএ’র আতিকুল ইসলাম,   বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, আনোয়ার সাদাত সরকার, বজলুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ, সাফকাত হায়দার, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আনোয়ার হোসেন, আবু মোতালেব, কোহিনুর ইসলাম, প্রবীর কুমার সাহা, আবদুর  রাজ্জাক, জালাল উদ্দিন, একে এম শাহিদ রেজা, শফিকুল ইসলাম ভরসা, এম এ মোমেন, আবদুল ওয়াহেদ, জালাল উদ্দিন আহমেদ ইয়ামীন, হারুণ উর রশিদ, কে এম আখতারুজ্জামান, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শাহজালাল মজুমদার, ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, আবদুল মোক্তাদির ও কাজী শাহনেয়াজ।

এছাড়া বিএনপি নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার,  চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, উপ-অর্থ  বিষয়ক সম্পাদক এস এম ফজলুল হক, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, “আমরা প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকের প্রস্তাব দিয়েছি। আমরা দু’একদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসার চেষ্টা করবো।”

তিনি বলেন, “খালেদা জিয়া আমাদের বলেছেন আপনারা এগিয়ে যান।” তিনি দাবি করেন, খালেদা জিয়া তাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।

কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা শান্তি চাই। আমাদের আহ্বানে রাজনৈতিক দলগুলো সাড়া দিলে আমরা বুঝব তারা ব্যবসাবান্ধব।”

তারা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কি না-এই প্রশ্নের জবাবে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আলোচনা শুরু হোক। পরে হরতাল প্রত্যাহারের আহ্বানের বিষয়টি আসতেই পারে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 230 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen