শিরোনামঃ

দিঘীনালায় তথ্য অধিকার আইন বিষয়ক গণসংলাপ অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। ‘স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করণে তথ্য অধিকার আইন বিষয়ে গণ-সচেতনা বৃদ্ধির লক্ষ্যে দিঘীনালায় এক গণসংলাপ Dialogue 3অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা হল রুমে তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে এ গণসংলাপ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মুহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, দিঘীনালা উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, ভাইস চেয়ারম্যান সু-প্রিয় চাকমা, দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল,উপজেলা শিক্ষা কর্মকর্তা নসির উদ্দিন ভূইয়া, উপজেলা মৎস কর্মকর্তা অর্বণা চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান ।
২০০৯ সালের ১জুলাই সরকার তথ্য অধিকার আইন পাশ করায় এর সুফল জনগণের দ্বারে পৌছিয়ে দিতে ইউএনডিইএফ এর অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে। সংলাপে অংশগ্রহনকারী বক্তারা বলেন, তথ্য অধিকার আইন করায় একজন নাগরিক সহজেই যে কোন তথ্য পেতে পারে। আইন অনুযায়ী আবেদন ও আপীলের মাধ্যমে যে কোন তথ্য পাওয়া নিশ্চিত করে। তবে তথ্য দেওয়ার যেমন অধিকার আছে তেমনি আবার কিছু তথ্য না দেওয়ার অধিকার আছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 230 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen