শিরোনামঃ

রাঙামাটি

জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউএসএইড এবং ইউএনডিপি-র যৌথ মিশনের সৌজন্য সাক্ষাৎ

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ইউএসএইড এবং ইউএনডিপি’র একটি যৌথ মিশন মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে ইউএসএইডের প্রতিনিধিদল রাঙামাটি জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।
চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ইউএনডিপির মাধ্যমে প্রচুর কাজ হয়েছে যার ফল ভোগ করেছে প্রত্যন্ত এলাকার জনসাধারণ। বিশেষ করে ইউএনডিপির অর্থায়নে পরিচালিত কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিরাট উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ম্যালেরিয়ায় মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে এবং কৃষিক্ষেত্রে স্থানীয় কৃষকদের দক্ষতা সৃষ্টির পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে।
তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থান উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং সনাতন পদ্ধতির কৃষি ব্যবস্থার পরিবর্তে মিশ্র ফলের বাগান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ রাখবে।

সৌজন্য সাক্ষাতের যৌথ মিশনে ছিলেন USAID এর Office of Democracy and Governance এর Thomas Pope, Project Management Specialist Ms Rumana Amin; ; ইউএনডিপি-র কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মুখার্জি, Forestry UNDP-CHTDF এর Chief Technical Specialist ড. রাম এ শর্মা, SID-CHT Project, MoCHTA-UNDP এর National Project Manager প্রসেনজিৎ চাকমা এবং UNDP-CHTDF এর ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা।

পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সদস্য সবির কুমার চাকমা এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 218 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen