শিরোনামঃ

জুড়াছড়ি জোন পরিদর্শনে রাঙামাটি রিজিয়ন কমান্ডার

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি ৩০৫ পদাতিক বিগ্রেডের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রিদওয়ান আল মাহমুদ এনডিসি পিএসসি _DSC0073এফডব্লিউসি সম্প্রতি জুড়াছড়ি জোন পরিদর্শন এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। 

এসময় রিজিয়ন কমান্ডার মতবিনিময় সভায় জুরাছড়ি জোনের সার্বিক পরিস্থিতি মুল্যায়নের উপর গুরুত্বারোপ করে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে এলাকার সাধারণ জনগণকে সহিংসতা, নাশকতা, সন্ত্রাসীমুলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। নির্বাচনে যেন শান্তি ও স¤প্রীতি উন্নয়নের ধারাবহিকতা ব্যাহত না হয় এ বিষয়ে সকলকে আন্তরিকভাবে সচেষ্ট থাকার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, সকল প্রার্থীর অংশগ্রহণে সকল ভোটারগণ যেন অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন এ ব্যাপারে সকলকে সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় জুড়াছড়ি উপজেলা চেয়ারম্যান প্রর্বতক চাকমা, ভাইস চেয়ারম্যান রুপ কুমার চাকমা, মৈদং ইউনিয়ন চেয়ারম্যান বরুন তালুকদার, ১নং জুড়াছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ২নং বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ চাকমা, ৪নং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, জুড়াছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চারু বিকাশ চাকমা, জনসংহতি সমিতির জুড়াছড়ির আহবায়ক রনজিত দেওয়ান, সাধারন সম্পাদক মায়া চান চাকমাসহ বিভিণœ মৌজার হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জুরাছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর সৈয়দ রাসেল হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 485 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen