শিরোনামঃ

জুরাছড়িতে তথ্য ভান্ডার শুমারি শুরু

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জুরাছড়ি উপজেলায় আজ রোববার থেকে শুরু হয়েছে খানা তথ্যভান্ডার শুমারি কার্যক্রম। এ শুমারিতে সঠিক ও নির্ভুল ভাবে সম্পাদনের লক্ষে উচ্চ শিক্ষিত যুবক-যুবতিরা খানা তথ্যভান্ডার শুমারির কাজ করছেন।
জানা গেছে, দেশের জনসাধারণের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং অগ্রাধিকারমূলক দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের বহুবিধ সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীসহ অন্যান্য সেবা ও উন্নয়ন মূলক কর্মসূচী পরিচালনায় এ প্রকল্পের মাধ্যমে প্রস্তুতকৃত তথ্যভান্ডার অত্যন্ত ভূমিকা পালন করবে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুভাষ কুমার চাকমা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ এ তথ্য সংগ্রহ কার্যক্রমকে সফল করার জন্য সকলের স্বত:স্ফূর্ত সহযোগীতা একান্ত অপরিহার্য।
তিনি আরো জানান, এই খানা তথ্যভান্ডার শুমারি আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এতে উপজেলায় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে ৫৯ জন গনণাকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 204 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen