শিরোনামঃ

জাতীয় পার্টি নির্বাচনে যাবে না এরশাদ

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্বাচনে যাওয়ার মত পরিবেশ না থাকায়তাঁর দল জাতীয় পার্টি নির্বাচনে যাবে না তবে সব দল অংশ নিলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিবে। er

বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ আজ এ ঘোষণা দেন

সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘তোমরা আমাকে বিদ্রূপ করো, বলো, এরশাদ সকালে এক কথা, বিকেলে এক কথা বলেতোমাদের বুঝতে হবেআমি না থাকলে দল থাকে নাজেলে গেলে দলের অস্তিত্ব থাকে নাআমাকে অনেক কিছু ভাবতে হয়তিনি বলেন, ‘এ কথা সত্য, আমি এক জায়গায় গোঁ ধরে থাকি নাকারণ, রাজনীতিতে জেদ অমঙ্গল ডেকে আনে—যা বর্তমান সময়ে চলছেএকজন গর্ভবতী মা আগুনে পুড়ে কাতরাচ্ছেনওই অনাগত শিশুর জন্য কোন দেশ রেখে যাওয়ার জন্য আমি আমার কথায় অনড় থাকব? তাই আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ওই আগুনে পোড়া মায়ের অনাগত সন্তানের জন্য একটি শান্ত, সুশীতল, শান্তিময় দেশ গড়ার জন্য সমালোচনার ভাষ্য অনুসারে শুধু সকাল-বিকাল কেন, প্রতি মুহূর্তেও যদি অবস্থান বদলাতে হয়, আমি তা-ও করতে পারব

এরশাদ দল থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদকে উদ্দেশ করে বলেন, ‘অনেকে দল থেকে চলে গেছেন, তাঁদের আমি ফিরে আসার অনুরোধ জানাই

জাতীয় পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তাঁকে এক হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব, মামলার ভয় দেখানো, গাজীপুর নির্বাচনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল ইত্যাদি নানা বিষয়ের অবতারণা করেনতিনি বলেন, রাজনীতি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেই তাঁকে মামলা-জুলুম থেকে নিস্তার দেওয়া হতএরশাদ আরও বলেন, ‘আমি শৃংখলিত রাজনীতিবিদশৃংখলমুক্ত হয়ে বাঁচতে চাই….আমি না থাকলে দল চলে নাআমার দুর্বলতা আমি একজন বিকল্প চেয়ারম্যান তৈরি করতে পারিনিএরশাদ বলেন, ‘লোকে বলে আমাকে নাকি এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছেতাহলে এখন আমি এ সিদ্ধান্ত কী করে নিলাম? তিনি মঞ্জুর হত্যা মামলায় তাঁকে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেনএরশাদ বলেন, ‘মেজর জেনারেল মঞ্জুর হত্যার জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে ঘটনার ১৪ বছর পরকোনো মামলায় যখন আমাকে আটকানো যাচ্ছিল না, তখন মঞ্জুর হত্যা মামলা দায়ের করা হয়সেই মামলা আজ ১৮ বছর ধরে চলছে

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 147 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen