শিরোনামঃ

গাজীপুরে অগ্নিকান্ডে এ পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার

সিএইচটি  টুডে ডট কম ডেস্ক।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামে পলমল শিল্প গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। এ পর্যন্ত সেখান থেকে রাত ১টা পর্যন্ত দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নেভাতে সেখানে ১০টি দমকল বাহিনীর ইউনিট কাজ করে যাচ্ছে। কারখানায় আরো মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Picture19

মঙ্গলবার রাত আটটার  দিকে ওই কারখানার দ্বিতল ভবনের নিটিং শাখায় আগুনের সুত্রপাত হয়। সর্বশেষ এই রিপোর্ট লিখা পর্যন্ত রাত ১টাও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার বিকেলে কারখানার বিকেলের সিফটের শ্রমিকরা কাজ করছিল। সন্ধ্যা আটটার দিকে কারখানার দ্বিতল ভবনের নিটিং শাখায় হঠাৎ আগুনের সুত্রপাত হয়। আগুন দোতলার পুরো অংশে ছড়িয়ে পড়লে শ্রমিকরা নিরাপদে ভবন ছেড়ে নেমে যায়।

আগুন লাগার পৌণে এক ঘণ্টা পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। তবে রাত সাড়ে আটাটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হুমায়ুন কবীর  আরো জানান, গাজীপুর ও ভালুকা দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। কালিয়াকৈর থেকেও দমকল বাহিনীর আরেকটি ইউনিট আসার খবর পাঠানো হয়েছে। রাত সাড়ে আটটার মধ্যে তারাও আগুন নেভানোর কাজে যোগ দিতে পারবে।

তবে এ মুহূর্তে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে আশপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে কালো ধোয়া ছড়িয়ে পড়ে। প্রথমদিকে এলাকাবাসী আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়। আহত হওয়ার আশঙ্কায় তারা নিরাপদ দূরত্বে অবস্থান নেয়।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 155 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen