শিরোনামঃ

খাগড়াছড়ি জেলা শহরের অদুরে জিরো মাইল এলাকায় ২শ ৭৫ কোটি টাকা ব্যয়ে গ্রীড সাব ষ্টেশনের নির্মান শুরু হচ্ছে

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়িবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা ও ভোগান্তি লাঘবে জেলা শহরের অদুরে জিরো মাইল এলাকায় ২শ ৭৫ কোটি টাকা ব্যয়ে গ্রীড সাব ষ্টেশনের নির্মান কাজ সহসাই শুরু হচ্ছে।url5

সম্প্রতি (১১ নভেম্বর) খাগড়াছড়ি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পিডিবি সুত্রে জানাগেছে, জেলা শহরের অদুরে ১৩২ কেবি’র এ গ্রীড সাব ষ্টেশনের নির্মান করা হবে। চলতি বছরের সেপ্টেম্বও মাসে এ প্রকল্পর টেন্ডার আহবান করা হয়। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পর আওতায় গ্রীড সাব ষ্টেশনের অবকাঠো নির্মান,চন্দ্রঘোনা থেকে রাঙামাটি এবং রাঙামাটি থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ বৈদুতিক সরবরাহ লাইনও সংস্কার করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জানুয়ারী ২০১৪ সালে কাজটি পুরোদমে শুরু হয়ে ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ তা শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাগড়াছড়ির ৮টি উপজেলা এবং রাঙামাটির নানিয়ারচর,লংগদু ও বাঘাইছড়িসহ দুই জেলার শত শত বিদ্যুৎ গ্রাহক লো-ভোল্টজ,বিদ্যুৎ বিভ্রাট আর ভোগান্তির হাত থেকে নিস্কৃতি পাবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 323 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen