শিরোনামঃ

খাগড়াছড়িতে মামলা প্রত্যাহারের দাবীতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্রধানমন্ত্রীর খাগড়াছড়ি সফরের দিন অবরোধ ডেকে বাধা দেয়া, গাড়ী ভাংচুর করার মামলা প্রত্যাহারের দাবীতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।OLYMPUS DIGITAL CAMERA
খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে সকাল সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয় সেখানে এক প্রতিবাদ সমাবেশ কওে সংগঠনটি।
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত ও নেতা-কর্মীদের হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে সরকার ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা সহ বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। গণহারে এ মামলা দায়েরের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
বক্তারা অবিলম্বে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আবারো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
এদিকে একই দাবিতে মহালছড়ি উপজেলায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলার বাবু পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা ঘুরে বাস স্টেশনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে তপন চাকমার পরিচালনায় গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি পলাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রতন স্মৃতি চাকমা বক্তব্য রাখেন।
তারা অবিলম্বে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় আবারো কঠোর কর্মসূচির দেয়া হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 238 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen