শিরোনামঃ

খাগড়াছড়ি আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান

সিএইচটি টুডে ডট কম,

খাগড়াছড়ি। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে দলের তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের আরো সুসংগঠিত করতে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকেনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন কমিটির সভাপতি সাধারন সম্পাদক সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সভার শুরুতে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকেনেশ্বর ত্রিপুরা বর্তমান সরকারের সময়ে পার্বত্য খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন কথা উল্লেখ করে বলেন এ জেলায় সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষি শিক্ষা স্বাস্থ্য সড়কযোগাযোগ অবকাঠামো খাতে পাঁচশত কোটি টাকার অধিক উন্নয়ন সাধিত হয়েছে ।উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ।তিনি বলেন বর্তমান সরকারের সময়ে শতশত শিক্ষিত বেকার যুবক যুবতির সরকারী চাকুরী ও কর্মসংস্থানের ব্যাবস্থা হয়েছে ।পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার সরকারী চাকুরী উন্নয়ন অব্যাহত রয়েছে ।জনগন এর সুফল পাচ্ছে ।

বর্তমান সরকারের সময়ে উন্নয়নের কিছু চিত্র তুলে ধরেন সরকার ও জাপান সরকারের অর্থায়নে খাগড়াছড়ি জেলায় ১৫৫ কোটি টাকা ব্যায়ে খাগড়াছড়ি চট্রগ্রাম সড়কে ১৬টি ব্রিজ নতুন ভাবে নির্মিত হচ্ছে । এছাড়া খাগড়াছড়ি গুইমারায় বিজিবি হাসপাতাল. জেলা শহরে কৃষি পরমানু প্রতিষ্ঠান পিটিআই ভবন.চারটি ফায়ার ষ্টেশন ,নির্বাচনী সার্ভার অফিস.দীঘিনালা উপজেলায় আবহাওয়া অফিস.১৬টি বড় খাদ্য গুদাম,এপিবিএন প্রশিক্ষন কার্য্যালয়,প্রাথমিক বিদ্যালয় এমপিও ভুক্ত করন,স্কুল কলেজ উন্নয়ন .জেলা শহরে ডায়বেটিক হাসপাতাল.দীঘিনালায় স্বাস্থ্যকেন্দ্র নির্মান ইউনিয়ন পরিষদ ভবন নির্মান ও তথ্য কেন্দ্র চালু,নৈশ কোচ চালু সহ নানা মুখি উন্নয়ন অব্যাহত রয়েছে । সভায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা আওয়ালীগ সরকারের সময়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উন্নয়ন কর্যক্রম দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জনগনের কাছে তোলে ধরার বিষয়ে মতামত ব্যাক্ত করেন । নির্বাচনকে কেন্দ্র করে ওয়াড় পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সহ সকল সহযোগী সংঘঠনের সমন্বয়ে সভাকরার গুরুত্বারোপ করেন ।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চন্দন দে,সহ-সভাপতি সন্জিব ত্রিপুরা নূরুন্নবী সাংঘঠনিক সম্পাদক বুলবুল আহম্মদ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক সাধারন সম্পাদকরা বক্তব্য রাখেন ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 279 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen