শিরোনামঃ

কে কোন পদে আছেন সেটা দেখা হবে না আচরন বিধি ভঙ্গ করলে ব্যবস্থা সিইসি

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনী তফসিল ঘোষনা করে বলেছেন,নির্বাচনী আচরণ বিধি প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। কে কোন পদে আছেন তা দেখা হবে না। কোন্ আচরণ বিধি ভঙ্গ করলেন, শুধু সেটাই দেখা হবে এবং সে মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।SEC

তিনি আরো বলেন, যেকোনো নির্বাচনের সাফল্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণের ওপর অনেকাংশে নির্ভর করে। নির্বাচনের নির্বাচনী আইন ও আচরণ বিধিতে অন্যান্য বিষয়ের মধ্যে বিভিন্ন রঙের পোস্টার ব্যবহার বা দেয়ালে সাঁটানো, দেয়াল লিখন, গেইট বা তোরণ নির্মাণ, বৈদ্যুতিক আলোকসজ্জা ইত্যাদির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা আছে- আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী গণতন্ত্রের মন্ত্রে উজ্জীবিত হয়ে এগুলো যথাযথভাবে অনুসরণ করবেন। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও সিইসি জানান।

২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে উল্লেখ করে সিইসি বলেন, ‘‘আমরা একটি রাজনৈতিক সমঝোতার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের আর অপেক্ষা করার সময় নেই।’’ তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকলের অংশগ্রহণে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ তাদের রায়ের প্রতিফলন দেখতে পাবেন বলে সিইসি আশা প্রকাশ করেন। নির্বাচনপূর্ব সময়ে মিছিল সহকারে শো-ডাউন, আপ্যায়ন ও ভোট কেনা বেচার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, ‘‘ মনোনয়নপত্র জমা দেয়ার সময় চিরাচরিত শো-ডাউন কোনোভাবেই বরদাশত করা হবে না এবং আচরণবিধির এ জাতীয় লঙ্ঘন করা হলে তা ওই প্রার্থীর প্রার্থিতা অনিশ্চিত করতে পারে।’’

তিনি জানান, এবার প্রতি জেলায় শক্তিশালী মনিটরিং টিম নিয়োগ করা হয়েছে যারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খুঁজে বের করার চেষ্টা করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। একই দিনে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নির্বাচন করতে হয় উল্লেখ করে সিইসি বলেন, ‘‘আমাদের এ জনবহুল দেশে ভোটার সংখ্যাও বিশাল। এ বিরাট কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অতি দুরূহ। তাই প্রতিবারের মতো এবারও দশম জাতীয় সংসদ নির্বাচনে ভিডিপি,আনসার,পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সাথে সকলের প্রিয় ও আস্থাভাজন সশস্ত্র বাহিনীকেও নির্বাচনের জন্য দেশব্যাপী মোতায়েন করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।’’

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 233 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen