শিরোনামঃ

কাপ্তাইয়ে ১০দিন ধরে নিখোঁজ মাসাইচিং মারমার

সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের কেপিএম চিংলং ময়দং পাড়ার থোয়াই হলা অং মারমার স্ত্রী মা সাইন চিং মারমার নিখোঁজের ১০দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি এখনো।
জানা গেছে, তিন পার্বত্য জেলার সুনামধন্য মারমা সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান আচারিয়াতে (গুরু পূজা) অংশগ্রহণ করতে গত ১২ই জানুয়ারি সন্ধ্যার পর ঘড় থেকে বাহির হয় মাসাইচিং মারমা। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানটি শেষ হওয়ার পর সকলে বাড়ি ফিরলেও ফিরেনি সে। তার অনুপস্থিতিতে তার এক ছেলে ও দুই মেয়ে পাগল প্রায়। এদিকে তার নিঁখোজের খবরে তার পরিবারের লোকজন পাগলের মতো আতœীয়স্বজনদের বাড়িতে বহু খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি বলে জানান তার শশুর মাসাইনচিং মারমা।
চিৎমরম মৌজার হেডম্যান প্রতিনিধি ক্যওজমং চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে এলাকায় খুবই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেক খোঁজ করেও মাসাইচিং মারমার পরিবার তার সন্ধান পয়নি। এবিষয়ে চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরীর করার প্রস্তুতি চলছে।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে ০১৮৭৪২২৪৪৫৯ (চিংসাপ্রু মারমা) ০১৮১৯৫১৫৪৪১ (ক্যওজমং চৌধুরী) নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 593 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen