শিরোনামঃ

এবার রিজভীকে গ্রেপ্তার, টিভি ক্যামরা ভাংচুর

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। আজ শনিবার ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিভিন্ন কক্ষে ডিবি সদস্যরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ছাড়া ঘটনার ছবি তুলতে গেলে সময়টিভিসহ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে।Rizbe bnp
দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেন, ভোর পৌনে চারটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দরজা ভেঙে রিজভী ও বেলালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এই বর্বরতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে নেতাদের গ্রেপ্তার ও নির্যাতন করে সরকার তার পতন ঠেকাতে পারবে না।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক কর্মচারী দাবি করেন, ভোর চারটার কিছু আগে ডিবির সদস্যরা মই বেয়ে দোতলার বারান্দায় ওঠেন। সেখান থেকে দরজা ভেঙে ভেতরে ডুকে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। পরে রিজভী ও বেলালকে নিয়ে যান ডিবি সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, আজ ভোরে রিজভীকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি তিনি।
রিজভীর সঙ্গে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকেও নিয়ে যায় ডিবি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছি কিনা, তা জানা যায়নি। বিএনপির এই দুই নেতাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে গতকাল শুক্রবার শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার এজাহারে আসামি হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে রুহুল কবির রিজভীও আছেন।

এদিকে দলীয় সুত্রে জানা গেছে এখন থেকে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন যুগ্ন মহাসচিব সালাহউদ্দিন আহম্মদ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 251 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen