শিরোনামঃ

এক তরফা নির্বাচন করতে দেয়া হবে না: খন্দকার মোশারফ হোসেন

সিএইচটি টুডে ডট কম ডেস্ক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “বিএনপিকে বাদ দিয়ে সরকার একতরফা নির্বাচন করার সাহস দেখালে তার পরিণতি ভালো হবে না।”
সম্প্রতি প্রকাশিত একটি জাতীয় দৈনিকের উদাহরণ দিয়ে ড. মোশাররফ বলেন, “এই পত্রিকাটির জরিপে এসেছে, দেশের অর্ধেকের চেয়ে বেশি মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত।আর নির্বাচনকালিন সরকার ব্যবস্থা নিয়ে যে দাবিতে আন্দোলন করছে দেশের ৯০ভাগ মানুষ সেই তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন চায়। তাই বিএনপির মতো জনপ্রিয় দলকে বাদ দিয়ে সরকার একরতফা নির্বাচনের সাহস দেখালে তার পরিণতি ভালো হবে না।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২২তম শাহাতাৎবার্ষিকী উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

Picture25
প্রশাসনকে আগামী নির্বাচনে শতকরা ৫০ ভাগ ভোট কাস্ট করার নির্দেশ দেয়া হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, “সরকারের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৪টিতে ভোটের বাক্স নিয়ে যাওয়া যাবে না। আর ২০টি জেলায় ভোটের বাক্স নিতে পারলেও দিন শেষে তা ফিরিয়ে আনা যাবে না।আর ২০টি জেলায় গায়ের জোরে ১০ ভাগ ভোট কাস্ট করতে পারবে। একথা বুঝতে পেরেই সরকার একতরফা নির্বাচন করতে চায়।তা হতে দেয়া হবে না।”

জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 167 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen