শিরোনামঃ

আর্ন্তজাতিক পর্বত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রথমবারের মত পার্বত্য জেলা রাঙামাটিতে আগামী ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপন করা হবে।DSC08967

এ উপলক্ষে বুধবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। আন্তর্জাতিক পর্বত দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা চাওয়া হয়।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন পাহাড়-পর্বত ও সেসব এলাকায় বসবাসরত মানুষের জীবনধারা, কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য সঠিকভাবে যাতে তুলে ধরা যায় সে বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালী, আলেচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া র‌্যালীতে বিভিন্ন জাতিসত্তার নিজস্ব পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ, ম্রো, লুসাই, খিয়াং প্রভৃতি সংখ্যালঘু জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে ১১ডিসেম্বর ভোর ৬টায় রাঙামাটির মানিকছড়ি থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হবে। ম্যারাথন দৌড় মানিকছড়ি থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এসে শেষ হবে। প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের বিশেষ পুরষ্কার দেয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইরফান শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, উন্নয়ন সংস্থা গ্রীণ হিলের প্রতিনিধি টুকু তালুকদার, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানসহ জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 219 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen