শিরোনামঃ

আওয়ামীলীগের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বিলাইছড়িতে বিক্ষোভ

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি )। আওয়ামীলীগের তিন নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেল্ াআওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাথোয়াই মার্মা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

এর আগে বিক্ষোভ মিছিলটি বিলাইছড়ি বাজারের পধাান প্রধান সড়ক ও উপজেলা প্রশাসন অফিস প্রদক্ষিণ করে বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগকে নিচিহ্ন করার জন্য জে,এস,এস কর্তৃক পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের মোবাইলে আওয়ামীলীগ ত্যাগ করার প্রতিনিয়ত হুমকির পরও তারা পদত্যাগ না করায় এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, অতীতে অনেক ঘটনার পরও আমরা চুপ থেকেছি, এবার আর ছাড় দেওয়া হবেনা। হামলা এক গুণ বাড়ালে আমরা পাঁচ গুণ বাড়াবো। তিনি প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা মামলা করলেও পুলিশ প্রকৃত অপরাধীদের ধরতে পারছেনা। তিনি প্রকৃত হামলাকারীদের ধরতে না পারলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জনসংহতি সমিতি উপজেলা শাখার সভাপতি শুভ মঙ্গল চাকমা এই অভিযোগ ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, জেএসএস এর মত গণতন্ত্রমনা দল কখনো সন্ত্রাসের সাথে জড়িত হতে পারেনা। কোন পক্ষ ফায়দা লুটবার জন্যে হয়ত: এই হামলা চালাতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের তিনকুনিয়া গ্রামে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত আওয়ামীলীগের তিন নেতাকর্মীর উপর অতর্কিতে হামলা করে।হামলায় আহত ব্যক্তিরা হলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ শাখার সভাপতি মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা (৪০), সদস্য জয়নাল তঞ্চঙ্গ্যা (৩৫) উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়চাঁদ তঞ্চঙ্গ্যা (৬০)।পরে গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাতে রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 405 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen