শিরোনামঃ

অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর উদ্যোগে “বিনামূল্যে ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে, পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর উদ্যোগে সকালে প্রভাতফেরী এবং  শহরজুড়ে “বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও থ্যালাসেমিয়া প্রতিরোধ ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়েছে৷

ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই, রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার, রিজার্ভমূখ এ Jibon”জীবন” পরিবার প্রভাতফেরী করে শ্রদ্ধা নিবেদন করে৷

সকাল সাড়ে ৯টায় শহরের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে “বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও থ্যালাসেমিয়া প্রতিরোধ ক্যাম্পেইন” আরম্ভ হয়৷

কর্মসূচীর  উদ্ভোধন করেন রাঙামাটি পৌর মেয়র ও Jibon”জীবন” এর প্রধান উপদেষ্টা আকবর হোসেন চৌধুরী৷ Jibon”জীবন” সভাপতি আনোয়ারুল কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক  সাজিদ-বিন-জাহিদ (মিকি) সহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন৷

রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার, তবলছড়ি বাজার, বনরুপা ও উসাই এই ৪টি স্থানে মোট ৫৫২ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে৷

আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলো Jibon”জীবন” – রাবিপ্রবি ইউনিট৷ এছাড়াও সহযোগীতা করেছেন এম এন টেলিকম, ক্যাফে লিংক এবং রেইনবো – কফি হাউজ ও রেস্তোরাঁ৷

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 173 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen