শিরোনামঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন বলেছেন, যুব সমাজ হচ্ছে দেশের একটি বড় শক্তি, এ জেলার যুব সমাজকে সুস্থ ও মানসম্মত ক্রীড়ার Sports Picture-27-03-15-01অন্বেষণ ঘটিয়ে এদের মাঝ থেকে জাতীয় দলের খেলোড়ার বের করে আনতে হবে।
তিনি বলেন, রাঙামাটিতে অনেক জাতীয় দলের খেলোয়ার রয়েছে শুনলে ভালো লাগে। এটি এ জেলায় জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে এ জেলায় শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্য রাখা সম্ভব।
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একতা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, শফিকুল ইসলাম মুন্না, সাবেক সহ- সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সদর কোতয়ালী থানা ইনচার্চ মনু ইমতিয়াজ সোহেল’সহ সংস্থার অন্যান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা হচ্ছে সুস্থ দেহে সুস্থ মন, সুস্থ খেলাধুলার মাধ্যমে মনকে যেমন সুস্থ রাখা যায় তেমনি মানুষকে সুস্থ বিনোদনও দেওয়া যায়। তিনি বলেন, যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে ক্রিড়ার কোন বিকল্প নেই। তিনি সাবেক ও বর্তমান খেলোড়ারদের প্রতিদিন মাঠে খেলা খেলার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠিত খেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা চিংহ্লা মং মারী একাদশ ও শহীদ শুক্কুর একাদশ অংশগ্রহন করে। খেলার প্রথময়ার্ধে দুই দলের মধ্যে কোন খেলোড়ার গোল করতে না পারলেও খেলার দ্বিতীয়ার্ধে মারী একাদশ দলের আক্রমন ভাগের খেলোড়ার ১১নম্বর জার্সি পরিহিত মুন্না আসামের গোলে ১-০ গোলে বিজয়ী হয় শহীদ বীর মুক্তিযোদ্ধা চিংহ্লা মং মারী একাদশ। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা সোহেল আহম্মদ ও সহকারী রেফারি হিসেবে সুমন রায় চৌধুরী ও মোঃ হাসমত।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 307 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen