শিরোনামঃ

সুন্দর সমাজ ও সু-শৃঙ্খল জাতি গঠনে কারাতে খেলাকে এগিয়ে নেয়ার আহবান জানান

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে শেষ হলো ৩ মাস ব্যাপী কারাতে প্রশিক্ষণ কর্মসূচী-২০১৪-১৫। শুক্রবার সরকারী শিশু পরিবার মাঠ প্রাঙ্গনে কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে Khagrachari Karateপ্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন’র পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুল্লাহ।
খাগড়াছড়ি সিতোরিউ কারাতে (খাসিকা) উন্নয়ন সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার ও জাতীয় কারাতে প্রশিক্ষক সেনসি লে. কর্ণেল আলী রেজা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শানে আলম, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক অমল বিকাশ চাকমা ও বেসরকাররি উন্নয়ন সংস্থা আলোর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কারাতে প্রশিক্ষক আজহার হীরা। প্রশিক্ষণে ৫০ জন মেয়েসহ মোট ১০০ শিক্ষার্থী অংশ নেয়। উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বর-২০১৪ তারিখে প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন জেলা প্রশসক মাসুদ করিম।
কারাতে প্রশিক্ষণ পরিচালনাকারী প্রশিক্ষক আজহার হীরা জানান, নারী সমাজকে ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্ছার হতে আত্মবিশ্বাসী করে তোলা এবং সর্বোপরী জাতীয় ও আন্তর্জাতিকভাবে কারাতে খেলায় অংশ গ্রহণের যোগ্য খেলোয়াড় গড়ে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কারাতে একটি ডিসিপ্লিন গেম। কারাতে শিক্ষা অর্জন করলে নিয়ম শৃঙ্খলা ও আত্ম-বিশ্বাসী হয়ে উঠা যায়। খেলোয়াড়, প্রশিক্ষক এবং সংগঠকদের সুন্দর সমাজ গঠন, সুশৃঙ্খল জাতি গঠনে কারাতে খেলাকে এগিয়ে নেয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 303 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen