শিরোনামঃ

সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বাহন হচ্ছে খেলাধুলা : মারিশ্যা জোন কমান্ডার

সিএইচটি টুডে ডট কম,বাঘাইছড়ি (রাঙামাটি)। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বাহন হচ্ছে খেলাধুলা। লেখা-পড়া বা অন্যান্য পেশার পাশা পাশি খেলাধুলা একটি গুরুত্বপূর্ন DSC00218বিষয়। খেলাধুলা মনমানসিকতাকে ভাল ও সতেজ রাখে।

বাঘাইছড়ি উপজেলায় অফিসার্স ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুনার্ন্টের চুড়ান্ত প্রতিযোতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী-বিজিতাদের মধ্যে পুরস্কার বিতরন কালে ৩৯ বিজিবি’র অধিনায়ক ও মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল রবিউল ইসলাম সিগন্যাল একথা বলেন । তিনি পাহাড় বাঙ্গালির মধ্যে চলমান ঐক্য ও সম্প্রীতির প্রসংশা করেন এবং এই ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান । রোববার বিকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে বাঘাইছড়ি থানার অফিসার্স ইনসার্স মোঃ রফিক উল্লার সভাপত্বিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চেীধুরী ।
টুনামেন্টে একক প্রতিযোগীতায় অংশগ্রহন কারী ১২টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম কর্মকার ও রানার্সআপ হয়েছে মোঃ সোলেমান। দ্বৈত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১০টি দলের মধ্যে সেম্পিয়ন হয়েছে পঞ্চম কর্মকার ও মোঃ সোলেমান এবং রানার্সআপ হয়েছে পিটার দাশ ও রাজেশ বড়–য়া। দীর্ঘ কয়েক বছর পরে হলেও বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ রফিক উল্লার প্রচেষ্টায় অনুষ্ঠিত টুর্নামেন্ট শুরু হয়েছিল ২৫ ফেব্র“য়ারী।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 361 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen