শিরোনামঃ

শিশু ও নারী উন্নয়নে সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের অংশ হিসেবে তিনদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে জাতীয় গণমাধ্যম Picture 02 sep 2015ইনষ্টিটিউটের আয়োজনে এই কর্মশালার শুরু হয় ।

জাতীয় গণমাধ্যম ইনিসষ্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের পরিচালক হাসেম রেজা, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন , শিশু ও নারীর উন্নয়নই দেশের উন্নয়ন । আজকের শিশূরা আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের উন্নয়ন ও তাদের যথাযোগ্য সেবার মাধ্যমে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে সবার আগে সংবাদকর্মীদের ভুমিকা সবচেয়ে বেশি ।

কর্মশালায় শিশু ও নারীর উন্নয়ন ,সংবাদ লিখনসহ উপস্থাপনের পাশাপাশি জন্ম নিবন্ধন কার্যক্রমের ওপর বিশদ প্রশিক্ষণ প্রদান করবেন আয়োজকরা।

তিনদিনব্যাপী এই কর্মশালায় জেলার বিশজন সংবাদকর্মী অংশ নিচ্ছে এবং আগামী ০৪ সেপ্টেম্বর এই কর্মশালা সমাপ্ত হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 304 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen