শিরোনামঃ

রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিট বর্তমান বছরের মাঝামাঝি সময় থেকে রাঙামাটি পার্বত্য জেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্প বাস্তায়ন করছে। সুবিধাভোগী নির্বাচন শেষে প্রত্যেক সুবিধাভোগী ও তার পরিবারের মতামতের ভিত্তিতে তাদের সাথে লিখিত আয় বৃদ্ধিমুলক প্রকল্প গ্রহন করা হয়।
সুবিধাভোগী কর্তৃক গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আর্ত সামাজিক উন্নয়নের লক্ষ্যে গত ২ নভেম্বর,২০১৬ উক্ত প্রকল্পের ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবার প্রতি ৩০,০০০/- টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। গৃহিত প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন ও অন্যান্ন গ্রামবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রাঙ্গামাটি সদর উপজেলার সাপমারা আদার পাহাড়ে ৫০ পরিবার, সাপছড়ি যৌথ খামারে ৬৮ পরিবার, কাউখালী উপজেলার সোসাইছড়িতে ১৯১ পরিবার, বড়বিলিতে ৮৭ পরিবার,মঘাইছড়িতে ৩১ পরিবার মোট কমিউনিটির ৪২৭ পরিবারকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষকদের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। ৭ ডিসেম্বর থেকে উক্ত প্রশিক্ষণ শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারের মধ্যে সবজি বীজ হিসেবে মিষ্টি কুমড়া, লাউ, ঢেড়স, শশা, লালশাক, বরবটি ও করলার বীজ বিতরনের ব্যবস্থা নেয়া হয়। উক্ত প্রশিক্ষণ গ্রহনের ফলে গ্রামবাসীগন নিজেদের উদ্যেগে আধুনিক পদ্ধতিতে কৃষি, বসতবাড়ীতে গাছের চারা রোপন ও সবজি চাষ বিষয়ে ভুমিকা রাখতে পারবে বলে প্রশিক্ষকগন আশা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 180 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen