শিরোনামঃ

রামগড়ে “সম্প্রীতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। জেলার রামগড়ে “সম্প্রীতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৬” এর ফাইনাল খেলা শুক্রবার রাতে রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্ধিতাপুর্ণ ফাইনালে আনোয়ার জাহিদ ছোট ও শামীম হোসেন জুটি চ্যাম্পিয়ন এবং প্রান্সিস সুবাস্ ও পুলক কুমার জুটি Khagrachhari Ramgrah Alokn sports  Photo 01রানার্সআপ হয়েছে।
খেলা শেষে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ্ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকন সংসদের সভাপতি ্ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক মো: নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল কাদের, রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মাঈন উদ্দিন খান, রামগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম কামাল, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল ,রামগড় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা ্ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন।
প্রধান অতিথি রামগড়ের ক্রীড়া ্ও সংস্কৃকির ক্ষেত্রে ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিক করার জন্য ক্রীড়া অঙ্গনকে সচল করতে তার পক্ষথেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
সভাপতির বক্তব্যে ইউএন্ও মো: ইকবাল হোসেন জেলা প্রশাসক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রামগড় উপজেলা দলের অংশগ্রহনের কথা উল্লেখ করে বলেন,সহসাই রামগড়ে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।
উল্লেখ্য যে, গত ১০ ফেব্রুয়ারী স্থানীয় আলোকন সংসদের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট উপজেলার ১০টি দল অংশ নিয়েছিল।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 151 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen