শিরোনামঃ

রাঙামাটির ক্রিকেট ইতিহাসে লেথামের প্রথম সেঞ্চুরী

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জাতীয় ক্রিকেট বিভাগীয় প্রতিযোগিতা ২০১৫-১৬ ক্রিকেটে আজ চট্টগ্রামে জহুর আহম্মেদ স্টেডিয়ামে রাঙামাটি জেলা ক্রিকেট দল তাদের ১ম ম্যাচে ৩৬ রানে লক্ষীপুর জেলা ক্রিকেট দলের কাছে পরাজিত হয়েছে।Letham

সকালে টসে জিতে রাঙামাটি জেলা লক্ষীপুরকে ব্যাটিং এ পাঠায়। রাঙামাটি জেলার প্রথম বোলার ইমরান হাসান বাবুর বোলিং তোপে পড়ে লক্ষীপুর ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। বাবু প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে লক্ষীপুরকে ব্যাকফুটে ফেলে দেন।লক্ষীপুরের মিডল অর্ডারের মেহেদী হাসান ও রবিউল আলম রাঙামাটির বোলিং অ্যাটাকের বিপক্ষে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়। তাদের জুটি দলকে নিরাপদ স্কোরের দিকে নিয়ে যায়। মেহেদী ৬৭ রান করে অপরাজিত থাকে।রবিউল আলম দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে। শেষের দিকে নাহিদের ঝড়ো ২৩ বলে ৩৩ রানে লক্ষীপুর জেলা ৫০ ওভারে ২৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ইনিংস শেষ করে।

 

রাঙামাটির ইমরান হাসান বাবু ৪ উইকেট লাভ করেন। রাঙামাটি জেলা দল মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫৪ রানে ৩ উইকেট হারায়।রাঙ্গামাটির এই বিপর্যয়ের মুহুর্ত্বে হাল ধরেন মোঃইলিয়াস লেথাম ও বিপু বড়ুয়া। লেথাম তার অনবদ্য ব্যাটিং নৈপুন্যে লক্ষীপুরের বোলিংকে সাধারন মানে নামিয়ে আনেন।জাতীয় চ্যাম্পিয়নশীপের ইতিহাসে রাঙামাটির পক্ষে প্রথম সেঞ্চুরী করে ইতিহাস রচনা করেন ইলিয়াস লেথাম। লেথাম ১১১ বলে ১১৩ রান করে আউট হন। বিপু ৬২ বলে ৩৭ রান করে লেথামকে যোগ্য সহযোগিতা করেন।এই দুইজন আউট হওয়ার পর আর কেউ প্রতিরোধ করে দলকে বিজয়ে দ্বার প্রান্তে নিয়ে যেতে পারেনি। ফলে জয়ের ৩৬ রান বাকী থাকতে রাঙামাটি জেলা দল ৪৬.৪ ওভারে ২৩৭ রানে অলআউট হয়ে পরাজয় বরন করে।লক্ষীপুরের মেহেদী ৪৪ রানে ৪ উইকেট লাভ করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 327 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen