শিরোনামঃ

রাঙামাটিতে ২ এপ্রিল থেকে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দীর্ঘ চার বছর পর আবারো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে জেলা পরিষদ অনুর্ধ-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’। জেলায় উদীয়মান ফুটবলার খুঁজতে এবং প্রকৃত ফুটবল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 81762354_n
আগামী ২এপ্রিল শনিবার বিকাল আড়াইটায় রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে টুর্নামেন্ট সম্পর্কে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান। এ সময় জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর ও ত্রিদিব কান্তি দাশসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলা উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশে সিং এমপি।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার চৌদ্দটি ক্লাবের একাদশ দল। এসব দলকে সাতটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় রাউন্ডে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমি ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে ২১-২২ এপ্রিল।
তারা জানান, ২ এপ্রিল দি মর্নিং স্পোটিং ক্লাব বনাম শাপলা যুবকল্যাণ সংঘ দিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি। এরপর ৩ এপ্রিল রংধনু স্পোটিং ক্লাব বনাম সাপছড়ি রিবেং ক্লাব, ৪ এপ্রিল কলেজগেট স্পোটিং ক্লাব বনাম অভিলাষ ক্রিকেট ক্লাব, ৫ এপ্রিল শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম সৃষ্টি স্পোটিং ক্লাব, ৬ এপ্রিল বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম রিজার্ভবাজার একাদশ ক্লাব, ৭ এপ্রিল রাঙামাটি রিজেন্সী ক্লাব বনাম জেলা মুকুল ফৌজ এবং ৮ এপ্রিল লাল সবুজ স্পোটিং ক্লাব বনাম ফুরোমন স্পোটিং ক্লাব ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 197 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen